Khoborerchokh logo

এগারো বছর পর রামসাগর এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু উদ্বোধন করেন রেলমন্ত্রী 121 0

Khoborerchokh logo

এগারো বছর পর রামসাগর এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু উদ্বোধন করেন রেলমন্ত্রী

গাইবান্ধা থেকে তানিন আফরিন:

প্রায় এক যুগ পর পুনরায় চালু হয়েছে গাইবান্ধা বোনারপাড়া থেকে পঞ্চগড়গামী জনপ্রিয় রামসাগর এক্সপ্রেস ট্রেনটি। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১২ টায় গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে আনুষ্ঠানিক ভাবে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি চালুর উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এরপর দুপুর দেড়টায় ট্রেনটি কোচ ভর্তি যাত্রী নিয়ে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।


এদিকে দীর্ঘদিন পর ট্রেনটি পুনরায় চালু হওয়ায় আনন্দে ভাসছে উত্তরের তিন জেলা গাইবান্ধা, রংপুর এবং দিনাজপুরের মানুষ। আনন্দের পাশাপাশি স্বস্তি বিরাজ করছে তাদের মনে। তাদের আশা, এই ট্রেনের মাধ্যমে গাইবান্ধা থেকে রংপুর-দিনাজপুরগামী যাত্রীদের যেমন ভোগান্তি কমবে তেমন অর্থের সাশ্রয় হবে। বিভাগীয় শহরে যাওয়া আসা, শিক্ষাবোর্ড, অফিসের কাজসহ চিকিৎসার কাজে যাওয়া-আসায় ফিরবে এখন নতুন গতি।


রেলওয়ে সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের গাইবান্ধা, রংপুর ও দিনাজপুরের মানুষের যাতয়াতের জন্য রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া থেকে সকাল ৫টা ৩০ মিনিটে ছাড়বে। পঞ্চগড়ে পৌঁছবে দুপুর ২টা ৫০ মিনিটে। আবার দিনাজপুর থেকে বিকেল ৫টা ২০ মিনিটে ছেড়ে বোনারপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছবে রাত ১টা ৩০ মিনিটে। এছাড়া সাপ্তাহিক ছুটি হিসেবে বোনারপাড়া স্টেশন থেকে ট্রেন বন্ধ থাকবে শুক্রবার আর দিনাজপুরে বৃহস্পতিবার বন্ধ থাকবে।


গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকার বাসিন্দারা জানান, ট্রেনটি চালু হওয়ার কথা শুনে ভোররাত থেকেই স্টেশন চত্বরে লোকজন ভীড় করছেন। পুরো স্টেশন এলাকা সাজানো হয়েছে। এই এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল ট্রেনটি আবার চালু হবে। ট্রেনটি চালু হওয়ায় সাধারণ মানুষ, শিক্ষার্থী সবাই উপকৃত হয়েছে।


প্রসঙ্গত, সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে ২০১০ সালের ১২ নভেম্বর চালু করা হয় আন্তঃনগর ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেন। সে সময় গাইবান্ধার বোনারপাড়া থেকে রংপুরের কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর পর্যন্ত চলাচল করতো ট্রেনটি। সকাল সাড়ে ৬টায় বোনারপাড়া স্টেশন থেকে ছেড়ে মাত্র সাড়ে চার ঘণ্টায় পৌঁছাতো দিনাজপুরে। কম ভাড়া এবং নির্দিষ্ট সময়ে পৌঁছানোর কারণে ট্রেনটি গাইবান্ধার মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু জনবল সংকটসহ নানা অজুহাত দেখিয়ে তিন বছরের মাথায় ২০১২ সালের ২৪ আগস্ট বন্ধ করা হয় ট্রেনটি।


ট্রেনটি বন্ধ হওয়ার পর থেকেই সংকট উত্তরণে আন্দোলন করেন গাইবান্ধা-রংপুরের নাগরিক সমাজ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ। ট্রেনটি চালুর দাবিতে জোড়ালো আন্দোলন হয় ২০২০ সালে। ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের বহুল জনপ্রিয় ট্রেনটি পুনরায় চালুর দাবিতে বোনারপাড়া রেলওয়ে স্টেশনে গণমিছিল সমাবেশ ও ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন দুপুরে ৩০ মিনিট অবোরোধ করে রাখেন স্থানীয়রা।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com